• bhbknitfashion@gmail.com

  • Call Us:01842-260065

  • Time:Mon-Sat: 9 am -9 pm

Manging Direcor's Message

B.H.B Knit Fashion Ltd has been established for nearly 14 years. Having industrial knowledge of over 14 years it.

We keep improving the quality of our products and services and looking forward to introducing a wider range of products to our customers to meet their needs. Given the strength of our leading position in the National Whole Sale market, with a comprehensive product portfolio, and a reputable & strong customer base, the aim is to consolidate our position as one of the best Whole Sale Garments manufacturers in Bangladesh. We will continue to focus on strengthening our business foundation to ensure a strong base on which we can rely to explore new business opportunities for the development of our core business, broaden our revenue base, increase growth and potential, and thus enhance customer satisfaction.

We invite you to explore the Fashion world of B.H.B Knit Fashion Ltd.

B H B নিট ফ্যাশন লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করার জন্য আমি খলিলুর রহমান এই ফ্লাট নিট জগতে ২০০১ সাল থেকে পোলো শার্ট এর কলার এবং কাফ নিয়ে কাজ করি। আমার জীবনের শুরু কোনাবাড়ি মোয়াজ্জেম গার্মেন্টস নিট গ্রুপ থেকে, ওইখানে অপারেটর থেকে কোয়ালিটি কন্ট্রোলার তারপর কোনাবাড়ি মিজান সাহেবের ফ্যাক্টরি সুপারভাইজার + ম্যানেজার ওইখান থেকে উত্তরা এসে একটি নিট বায়িং হাউস  দেওয়া হল। ওখান থেকে আমার অভিজ্ঞতা হল একটি পোলো শার্ট তৈরি করতে হলে গুরুত্বপূর্ণ যে অংশটি থাকে তার নাম কলার এন্ড কাফ। আর আমাদের দেশে বায়িং হাউজকে সাপোর্ট দেওয়ার মতো একটি সুন্দর কলার অ্যান্ড কাফ ফ্লাট নিট  ফ্যাক্টরি নেই, এখনো আমাদের দেশে অনেক ফ্লাট নিট ফ্যাক্টরি হয়েছে কিন্তু পরিপাটি ১০০%  কোয়ালিটি সম্পূর্ণ কিছু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ছাড়া ১০০% কোয়ালিটি সম্পন্ন ফ্যাক্টরি নেই।  তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ১০০% কোয়ালিটি সম্পূর্ণ ফ্লাট নিট ফ্যাক্টরি, কথায় বড় না হয়ে কাজে বড় হতে চাই। আমরা যারা পোলো শার্ট নিয়ে কাজ করি তাদের মধ্যে প্রায় কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তায় থাকি, আমরা তাদেরকে বলবো আর দুশ্চিন্তা নয় কেননা আমাদের বি,এইচ,বি নিট ফ্যাশন লিমিটেড সর্বপ্রথম যে কাজটি করে- সর্বোচ্চ মানের সুতা ব্যবহার,তারপর বাংলাদেশের প্রথম শ্রেণীর ডাইং থেকে সুতা ডাইং করি যেমন- স্কোয়ার, নিট কনসার্ট, রহমান ডাইং থেকে আমরা ডাইং করে থাকি।  তারপর আমাদের ফ্যাক্টরিতে এনে সফট কুইনিং থেকে হাট কুইনিং করি ১০০০ গ্রেট সিলিকন ওয়েল দিয়ে আমরা কুইনিং করি, তারপর ১৪/ ১৬ গেজ মেশিনে গ্রোজ বাঁকা নিডেল ব্যবহার করে থাকি। ফ্লাট নিট ফ্যাক্টরির ব্যাপারে যারা অবগত আছেন শুধু তারাই বলতে পারবেন যে সাব-কন্ট্রাক্টে কাজ যারা করেন তাদের মধ্যে ৯৮% লোক গ্রোজ বাঁকা নিডেল ব্যবহার করতে পারে না তার কারণ হলো রেগুলার যেই নিডেল চায়না ব্রান্ডের ডাবল হর্স ব্যবহার করে তার প্রায় ৪ গুন গ্রোজ বাঁকা নিডেল এর দাম। মজার ব্যাপার  হল আমরা শুধু মাত্র ডে তে কাজ করে থাকি,কেন এই কথাটা বললাম  আমাদের দেশের ৯৯ শতাংশ ফ্যাক্টরি ডে-নাইট কাজ করে থাকে। আমরাই সর্বপ্রথম কোয়ালিটি মেইনটেনেন্স করার জন্য শুধু ডেতে কাজ করি। উচ্চ মানের মেশিন ওয়েল ব্যবহার করে থাকি,তারপরে  নিটিং করে থাকি এরপর আমরা ওয়াশ করে থাকি, তারপরে ফিউজিং করে মাল কিউসি করে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং কিছু বায়িং হাউজে আমরা সেপারেশনে সাপোর্ট দিয়ে  থাকি। অনেক বায়িং হাউজ আছে আমাকে প্রশ্ন করে থাকে- "ভাই আপনি AS LIkE চায়না কোয়ালিটি  কি ভাবে করেন আমাদের দেশে একটু বোঝাবেন  তো ভাই?", আমি বলি  একজন ব্যবসায়িক মাথা উঁচু করে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে গবেষণা করতে হবে চায়না যে প্রযুক্তি ব্যবহার করে সেটা জানতে হবে বুঝতে হবে, তারপরেই আপনার কোয়ালিটি মেইনটেন্স করতে পারবেন।
শপথ

আমি শপথ করছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো, দেশের প্রতি অনুগত থাকবো। দেশের একতা ও সঙ্ঘতি বজায় রাখার জন্য সবসময় স্বচেষ্ট থাকবো। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেনো প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেন চলতে পারি ও সুনাম বজায় রাখতে পারি।
বাণী

সম্মানিত অফিস কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্‌। মহান আল্লাহ্‌র প্রতি অফুরান শুকরিয়া। মানব কল্যাণের লক্ষ্যে দয়াময় সর্বশক্তিমান আল্লাহ্‌র নিকট যা চেয়ে আসছি তিনি তাঁর দয়া দ্বারা পূরণ করেছেন। তারই অপার রহমতের আরাধ্য সৃষ্টি বি.এইচ.বি নিট ফ্যাশন লিঃ
বাস্তবতা

জীবন থেকে একটি একটি করে দিন চলে যাচ্ছে,
আর একটু একটু করে এগিয়ে আসছে মৃত্যুর সময়।
ভাবতে অবাক লাগে, এই পৃথিবী থেকে একদিন-
মা-বাবা, ছেলে-মেয়ে, আত্মীয় স্বজন, অফিস-ফ্যাক্টরী, ঘর-বাড়ি
সবই ছেড়ে, নিশ্চিত চলে যেতে হবে আমাদের ।