B H B নিট ফ্যাশন লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করার জন্য আমি খলিলুর রহমান এই ফ্লাট নিট জগতে ২০০১ সাল থেকে পোলো শার্ট এর কলার এবং কাফ নিয়ে কাজ করি। আমার জীবনের শুরু কোনাবাড়ি মোয়াজ্জেম গার্মেন্টস নিট গ্রুপ থেকে, ওইখানে অপারেটর থেকে কোয়ালিটি কন্ট্রোলার তারপর কোনাবাড়ি মিজান সাহেবের ফ্যাক্টরি সুপারভাইজার + ম্যানেজার ওইখান থেকে উত্তরা এসে একটি নিট বায়িং হাউস দেওয়া হল। ওখান থেকে আমার অভিজ্ঞতা হল একটি পোলো শার্ট তৈরি করতে হলে গুরুত্বপূর্ণ যে অংশটি থাকে তার নাম কলার এন্ড কাফ। আর আমাদের দেশে বায়িং হাউজকে সাপোর্ট দেওয়ার মতো একটি সুন্দর কলার অ্যান্ড কাফ ফ্লাট নিট ফ্যাক্টরি নেই, এখনো আমাদের দেশে অনেক ফ্লাট নিট ফ্যাক্টরি হয়েছে কিন্তু পরিপাটি ১০০% কোয়ালিটি সম্পূর্ণ কিছু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ছাড়া ১০০% কোয়ালিটি সম্পন্ন ফ্যাক্টরি নেই। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ১০০% কোয়ালিটি সম্পূর্ণ ফ্লাট নিট ফ্যাক্টরি, কথায় বড় না হয়ে কাজে বড় হতে চাই। আমরা যারা পোলো শার্ট নিয়ে কাজ করি তাদের মধ্যে প্রায় কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তায় থাকি, আমরা তাদেরকে বলবো আর দুশ্চিন্তা নয় কেননা আমাদের বি,এইচ,বি নিট ফ্যাশন লিমিটেড সর্বপ্রথম যে কাজটি করে- সর্বোচ্চ মানের সুতা ব্যবহার,তারপর বাংলাদেশের প্রথম শ্রেণীর ডাইং থেকে সুতা ডাইং করি যেমন- স্কোয়ার, নিট কনসার্ট, রহমান ডাইং থেকে আমরা ডাইং করে থাকি। তারপর আমাদের ফ্যাক্টরিতে এনে সফট কুইনিং থেকে হাট কুইনিং করি ১০০০ গ্রেট সিলিকন ওয়েল দিয়ে আমরা কুইনিং করি, তারপর ১৪/ ১৬ গেজ মেশিনে গ্রোজ বাঁকা নিডেল ব্যবহার করে থাকি। ফ্লাট নিট ফ্যাক্টরির ব্যাপারে যারা অবগত আছেন শুধু তারাই বলতে পারবেন যে সাব-কন্ট্রাক্টে কাজ যারা করেন তাদের মধ্যে ৯৮% লোক গ্রোজ বাঁকা নিডেল ব্যবহার করতে পারে না তার কারণ হলো রেগুলার যেই নিডেল চায়না ব্রান্ডের ডাবল হর্স ব্যবহার করে তার প্রায় ৪ গুন গ্রোজ বাঁকা নিডেল এর দাম। মজার ব্যাপার হল আমরা শুধু মাত্র ডে তে কাজ করে থাকি,কেন এই কথাটা বললাম আমাদের দেশের ৯৯ শতাংশ ফ্যাক্টরি ডে-নাইট কাজ করে থাকে। আমরাই সর্বপ্রথম কোয়ালিটি মেইনটেনেন্স করার জন্য শুধু ডেতে কাজ করি। উচ্চ মানের মেশিন ওয়েল ব্যবহার করে থাকি,তারপরে নিটিং করে থাকি এরপর আমরা ওয়াশ করে থাকি, তারপরে ফিউজিং করে মাল কিউসি করে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং কিছু বায়িং হাউজে আমরা সেপারেশনে সাপোর্ট দিয়ে থাকি। অনেক বায়িং হাউজ আছে আমাকে প্রশ্ন করে থাকে- "ভাই আপনি AS LIkE চায়না কোয়ালিটি কি ভাবে করেন আমাদের দেশে একটু বোঝাবেন তো ভাই?", আমি বলি একজন ব্যবসায়িক মাথা উঁচু করে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে গবেষণা করতে হবে চায়না যে প্রযুক্তি ব্যবহার করে সেটা জানতে হবে বুঝতে হবে, তারপরেই আপনার কোয়ালিটি মেইনটেন্স করতে পারবেন।